https://bn.wikipedia.org
উইকিপিডিয়ায় ফরমায়েশী নিবন্ধ লেখা হয় না ও নিবন্ধের জন্য অর্থ দিতে হয় না। উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে যেকোনো ব্যক্তি বা বিষয় উল্লেখযোগ্য হলে সেটি নিয়ে স্বেচ্ছাসেবকগণ স্বপ্রণোদিত হয়ে যাঁর যাঁর আগ্রহ অনুসারে কাজ করেন। কেউ অর্থের বিনিময়ে নিবন্ধ তৈরির কথা বললে সে ফাঁদে পা দেবেন না। যে কোনো ধরনের অনৈতিক কাজের অভিযোগ জানাতে পারেন info-bn@wikipedia.org ঠিকানায়। #bnwiki
উইকিপিডিয়ায় ফরমায়েশী নিবন্ধ লেখা হয় না ও নিবন্ধের জন্য অর্থ দিতে হয় না। উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে যেকোনো ব্যক্তি বা বিষয় উল্লেখযোগ্য হলে সেটি নিয়ে স্বেচ্ছাসেবকগণ স্বপ্রণোদিত হয়ে যাঁর যাঁর আগ্রহ অনুসারে কাজ করেন। কেউ অর্থের বিনিময়ে নিবন্ধ তৈরির কথা বললে সে ফাঁদে পা দেবেন না। যে কোনো ধরনের অনৈতিক কাজের অভিযোগ জানাতে পারেন info-bn@wikipedia.org ঠিকানায়। #bnwiki
তৈরিকৃত নিবন্ধ কয়েকটি কারণে মুছে ফেলা হতে পারে। হয়তো নিবন্ধটি: ১) বিশ্বকোষের জন্য উপযুক্ত বা উল্লেখযোগ্য নয়, ২) অন্য ওয়েবসাইট বা বই থেকে সরাসরি নেয়া, ৩) লেখাটি সম্পূর্ণই বিজ্ঞাপনী বা স্প্যাম, ৪) তথ্যসূত্রবিহীন অথবা ব্যক্তিগত মত বা গবেষণা, ৫) অসংলগ্ন বা অর্থহীন অনুবাদসহ প্রভৃতি। যেকোনো লেখা মুছে ফেলা হলে কারণ উল্লেখ করা হয়। মুছে ফেলা লেখা প্রশাসকগণ পুনরায় ফিরিয়ে আনতে পারেন।
তৈরিকৃত নিবন্ধ কয়েকটি কারণে মুছে ফেলা হতে পারে। হয়তো নিবন্ধটি: ১) বিশ্বকোষের জন্য উপযুক্ত বা উল্লেখযোগ্য নয়, ২) অন্য ওয়েবসাইট বা বই থেকে সরাসরি নেয়া, ৩) লেখাটি সম্পূর্ণই বিজ্ঞাপনী বা স্প্যাম, ৪) তথ্যসূত্রবিহীন অথবা ব্যক্তিগত মত বা গবেষণা, ৫) অসংলগ্ন বা অর্থহীন অনুবাদসহ প্রভৃতি। যেকোনো লেখা মুছে ফেলা হলে কারণ উল্লেখ করা হয়। মুছে ফেলা লেখা প্রশাসকগণ পুনরায় ফিরিয়ে আনতে পারেন।
উইকিপিডিয়ায় কোনো একটি বিষয় নিয়ে প্রথমে একজন লেখা শুরু করেন। এরপর অন্য অবদানকারীরা সেখানে আরো তথ্য যুক্ত করেন। লেখা সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়; তবে অভিজ্ঞ অবদানকারীরা পরবর্তীতে সেই লেখা নীতিমালার আলোকে পর্যালোচনা করেন। যদি লেখাটি নীতিমালা অনুযায়ী না হয়, সেক্ষেত্রে যিনি লেখা শুরু করেছেন তাঁকে কারণ দর্শিয়ে পাতাটি প্রশাসকগণ অপসারণ করে দেন।
উইকিপিডিয়ায় কোনো একটি বিষয় নিয়ে প্রথমে একজন লেখা শুরু করেন। এরপর অন্য অবদানকারীরা সেখানে আরো তথ্য যুক্ত করেন। লেখা সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়; তবে অভিজ্ঞ অবদানকারীরা পরবর্তীতে সেই লেখা নীতিমালার আলোকে পর্যালোচনা করেন। যদি লেখাটি নীতিমালা অনুযায়ী না হয়, সেক্ষেত্রে যিনি লেখা শুরু করেছেন তাঁকে কারণ দর্শিয়ে পাতাটি প্রশাসকগণ অপসারণ করে দেন।
wikimedia.org.bd/faq#faq-2
wikimedia.org.bd/faq#faq-2
wikimedia.org.bd/faq#faq-12
wikimedia.org.bd/faq#faq-12