Bangla Wikipedia
banner
bnwikipedia.bsky.social
Bangla Wikipedia
@bnwikipedia.bsky.social
বাংলা উইকিপিডিয়ার অফিসিয়াল ব্লুস্কাই পাতা।
https://bn.wikipedia.org
সিলেটি উইকিপিডিয়া নতুন প্রকল্প হিসেবে আজ যাত্রা শুরু করেছে। নতুন প্রকল্পের অবদানকারীদের অভিনন্দন।
syl.wikipedia.org
February 25, 2025 at 5:02 PM
আজ বাংলা উইকিপিডিয়ার ২১তম জন্মদিন! 🎂

২০০৪ সালের এই দিনে বাংলা ভাষায় যাত্রা শুরু করে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, যা স্বেচ্ছাসেবকদের অবদানের ভিত্তিতে ধীরে ধীরে গড়ে উঠছে।

বাংলা উইকিপিডিয়ার সকল অবদানকারী, পাঠক, দাতা, এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ছবি কৃতজ্ঞতা ঐশিক রেহমান। #bnwiki
January 26, 2025 at 8:44 PM
উইকিপিডিয়াতে যে কেউ লিখতে পারেন। তাহলে এর নিবন্ধ বা তথ্য কি আদৌ নির্ভরযোগ্য?
January 24, 2025 at 5:13 PM
আমার তৈরি নিবন্ধ কেন মুছে ফেলা হয়েছে?

তৈরিকৃত নিবন্ধ কয়েকটি কারণে মুছে ফেলা হতে পারে। হয়তো নিবন্ধটি: ১) বিশ্বকোষের জন্য উপযুক্ত বা উল্লেখযোগ্য নয়, ২) অন্য ওয়েবসাইট বা বই থেকে সরাসরি নেয়া, ৩) লেখাটি সম্পূর্ণই বিজ্ঞাপনী বা স্প্যাম, ৪) তথ্যসূত্রবিহীন অথবা ব্যক্তিগত মত বা গবেষণা, ৫) অসংলগ্ন বা অর্থহীন অনুবাদসহ প্রভৃতি। যেকোনো লেখা মুছে ফেলা হলে কারণ উল্লেখ করা হয়। মুছে ফেলা লেখা প্রশাসকগণ পুনরায় ফিরিয়ে আনতে পারেন।
January 24, 2025 at 5:08 PM
কোন প্রক্রিয়ায় উইকিপিডিয়ায় নিবন্ধ বা লেখা প্রকাশ হয়?

উইকিপিডিয়ায় কোনো একটি বিষয় নিয়ে প্রথমে একজন লেখা শুরু করেন। এরপর অন্য অবদানকারীরা সেখানে আরো তথ্য যুক্ত করেন। লেখা সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়; তবে অভিজ্ঞ অবদানকারীরা পরবর্তীতে সেই লেখা নীতিমালার আলোকে পর্যালোচনা করেন। যদি লেখাটি নীতিমালা অনুযায়ী না হয়, সেক্ষেত্রে যিনি লেখা শুরু করেছেন তাঁকে কারণ দর্শিয়ে পাতাটি প্রশাসকগণ অপসারণ করে দেন।
January 24, 2025 at 5:08 PM
উইকিপিডিয়ায় যে তথ্য পাওয়া যায়, তা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বিশ্বের বিভিন্ন স্থানের লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী অবদানকারীগণ যুক্ত করেন। শুধু কিছু নীতিমালা অনুসরণ করে যে কোনো পেশার ব্যক্তি উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন। উইকিপিডিয়ায় কোনো বিষয়ের ওপর লেখা একটি নিবন্ধ একাধিক অবদানকারী মিলে সম্পূর্ণ করেন। অর্থাৎ অনেকের কাছে থাকা তথ্য সংকলিত হয়ে একটি সম্পূর্ণ নিবন্ধ তৈরি হয়।
wikimedia.org.bd/faq#faq-2
January 24, 2025 at 5:05 PM
...কোন বিষয় সম্পর্কে তথ্য যুক্ত করা যাবে এবং কোন বিষয় সম্পর্কে যুক্ত করা যাবে না, সেটি নির্ণয়ের জন্য উইকিপিডিয়ায় কিছু মানদণ্ড রয়েছে। একে উইকিপিডিয়াতে ‘উল্লেখযোগ্যতা নীতিমালা’ বলা হয়। যেকোনো বিষয় অবশ্যই এই মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়।
wikimedia.org.bd/faq#faq-12
January 24, 2025 at 5:05 PM
বাংলা উইকিপিডিয়ায় গত এক বছরে নতুন নিবন্ধ তৈরি হয়েছে ১৬,৭৪১ টি।

#bnwiki #YearInReview #Wikipedia
December 12, 2024 at 6:07 PM