https://bn.wikipedia.org
syl.wikipedia.org
syl.wikipedia.org
২০০৪ সালের এই দিনে বাংলা ভাষায় যাত্রা শুরু করে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, যা স্বেচ্ছাসেবকদের অবদানের ভিত্তিতে ধীরে ধীরে গড়ে উঠছে।
বাংলা উইকিপিডিয়ার সকল অবদানকারী, পাঠক, দাতা, এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ছবি কৃতজ্ঞতা ঐশিক রেহমান। #bnwiki
২০০৪ সালের এই দিনে বাংলা ভাষায় যাত্রা শুরু করে উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া, যা স্বেচ্ছাসেবকদের অবদানের ভিত্তিতে ধীরে ধীরে গড়ে উঠছে।
বাংলা উইকিপিডিয়ার সকল অবদানকারী, পাঠক, দাতা, এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানাই, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ছবি কৃতজ্ঞতা ঐশিক রেহমান। #bnwiki
তৈরিকৃত নিবন্ধ কয়েকটি কারণে মুছে ফেলা হতে পারে। হয়তো নিবন্ধটি: ১) বিশ্বকোষের জন্য উপযুক্ত বা উল্লেখযোগ্য নয়, ২) অন্য ওয়েবসাইট বা বই থেকে সরাসরি নেয়া, ৩) লেখাটি সম্পূর্ণই বিজ্ঞাপনী বা স্প্যাম, ৪) তথ্যসূত্রবিহীন অথবা ব্যক্তিগত মত বা গবেষণা, ৫) অসংলগ্ন বা অর্থহীন অনুবাদসহ প্রভৃতি। যেকোনো লেখা মুছে ফেলা হলে কারণ উল্লেখ করা হয়। মুছে ফেলা লেখা প্রশাসকগণ পুনরায় ফিরিয়ে আনতে পারেন।
তৈরিকৃত নিবন্ধ কয়েকটি কারণে মুছে ফেলা হতে পারে। হয়তো নিবন্ধটি: ১) বিশ্বকোষের জন্য উপযুক্ত বা উল্লেখযোগ্য নয়, ২) অন্য ওয়েবসাইট বা বই থেকে সরাসরি নেয়া, ৩) লেখাটি সম্পূর্ণই বিজ্ঞাপনী বা স্প্যাম, ৪) তথ্যসূত্রবিহীন অথবা ব্যক্তিগত মত বা গবেষণা, ৫) অসংলগ্ন বা অর্থহীন অনুবাদসহ প্রভৃতি। যেকোনো লেখা মুছে ফেলা হলে কারণ উল্লেখ করা হয়। মুছে ফেলা লেখা প্রশাসকগণ পুনরায় ফিরিয়ে আনতে পারেন।
উইকিপিডিয়ায় কোনো একটি বিষয় নিয়ে প্রথমে একজন লেখা শুরু করেন। এরপর অন্য অবদানকারীরা সেখানে আরো তথ্য যুক্ত করেন। লেখা সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়; তবে অভিজ্ঞ অবদানকারীরা পরবর্তীতে সেই লেখা নীতিমালার আলোকে পর্যালোচনা করেন। যদি লেখাটি নীতিমালা অনুযায়ী না হয়, সেক্ষেত্রে যিনি লেখা শুরু করেছেন তাঁকে কারণ দর্শিয়ে পাতাটি প্রশাসকগণ অপসারণ করে দেন।
উইকিপিডিয়ায় কোনো একটি বিষয় নিয়ে প্রথমে একজন লেখা শুরু করেন। এরপর অন্য অবদানকারীরা সেখানে আরো তথ্য যুক্ত করেন। লেখা সঙ্গে সঙ্গে প্রকাশিত হয়; তবে অভিজ্ঞ অবদানকারীরা পরবর্তীতে সেই লেখা নীতিমালার আলোকে পর্যালোচনা করেন। যদি লেখাটি নীতিমালা অনুযায়ী না হয়, সেক্ষেত্রে যিনি লেখা শুরু করেছেন তাঁকে কারণ দর্শিয়ে পাতাটি প্রশাসকগণ অপসারণ করে দেন।
wikimedia.org.bd/faq#faq-2
wikimedia.org.bd/faq#faq-2
wikimedia.org.bd/faq#faq-12
wikimedia.org.bd/faq#faq-12