Stop Tobacco Bangladesh
banner
stoptobaccobd.bsky.social
Stop Tobacco Bangladesh
@stoptobaccobd.bsky.social
Stop Tobacco, Bangladesh is an initiative to protect Bangladesh from the deadly health harms of tobacco through control policy, advocacy and awareness. #StopTobacco
ব্রেনের জটিল রোগ যেমন: স্ট্রোক এর অন্যতম কারণ ধূমপান, যা অকালপঙ্গুত্ব বা মৃত্যু ডেকে আনে। বিড়ি-সিগারেটের ধোঁয়ায় ৭০০০-র বেশি ক্ষতিকর রাসায়নিক রয়েছে, এগুলো দ্রুত রক্তে মিশে যায়। এতে ব্রেনের রক্তনালীতে ক্রমশ: রক্ত জমাট বাঁধে, অবধারিত পরিণতি স্ট্রোক। তামাক পণ্য সেবন, পরোক্ষ ধূমপানও স্ট্রোকের কারণ! গবেষণায় জানা যায়, ধূমপানের কারণে ব্রেনের যে ক্ষতি হয় তা স্থায়ী। নিজের সুস্বাস্থ্য ও অন্যের সুরক্ষায় ধূমপান ছাড়ুন, আজই...

#StopTobacco | #QuitSmokingToday
December 27, 2025 at 1:58 PM
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন করায় অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন। জনস্বাস্থ্য সুরক্ষায় এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। আপনারা সকলেই এ অর্জনের অংশীদার। আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পেজে লাইক দিয়ে, ফলো করে, পোস্টগুলো আপনার ওয়ালে শেয়ার করে আমাদের সাথেই থাকুন।

#StopTobacco | #TobaccoControllaw | #SaveYouth
December 25, 2025 at 11:18 AM
বিদ্যমান আইনকে ফাঁকি দিয়ে শিশু কিশোরদের কাছে তামাকজাত পণ্য বিক্রি চলছে দেদারসে। সেইসাথে এই বয়েসীদের দিয়ে চলছে তামাকজাত পণ্য বিক্রয়। গণসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এটি থামানো জরুরি

#StopTobacco | #TobaccoControllaw | #SaveYouth
December 23, 2025 at 12:14 PM
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ধারা-৫ অনুসারে, তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ। কিন্তু ধূর্ত তামাক কোম্পানিগুলো বিভিন্নভাবে আইন লঙ্ঘণ করে প্রাণঘাতী সিগারেটের প্রচারণার করছে। সম্মানিত জেলা প্রশাসক ও ইউএনওগণ, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণের দায়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অভিযুক্তদের সাজা প্রদান ও অবৈধ বিজ্ঞাপন অপসারণ করুন!

#StopTobacco | #TobaccoControl | #TAPSBAN
December 22, 2025 at 12:01 PM
📺 তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, নাটকে ধূমপানের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ। কিন্তু, ধূর্ত তামাক কোম্পানিগুলোর মদদে নাটকে অযাচিতভাবে ধূমপানের দৃশ্য প্রদর্শন করা হচ্ছে। এতে একদিকে আইন লঙ্ঘণ করা হচ্ছে, অন্যদিকে শিশু ও কিশোর-তরুণদের নেশাগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি, মানস এর পর্যবেক্ষণে ৪০ মিনিটের একটি নাটকে ৮০-র অধিক ধূমপানের দৃশ্য পাওয়া গেছে! আইনভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলুন✊🏼

#StopTobacco
December 20, 2025 at 11:37 AM
বিড়ি-সিগারেটের মাধ্যমে ধূমপান এবং পানের সাথে জর্দা ও সাদাপাতা সেবন বা মাড়িতে গুল, খৈনী ও নাকে নস্যি ব্যবহার ইত্যাদি ধোঁয়াবিহীন তামাক পণ্য সেবন এবং ইমার্জিং তামাক পণ্য সেবনের কারণে দেশে বছরে কতজন মারা যায়? জানা থাকলে আপনার উত্তর লিখুন, কমেন্টে।

#QuitSmokingToday | #StopTobacco | #tobaccokills☠️🚭
December 17, 2025 at 12:17 PM
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের গৌরব সমুন্নত রাখতে তামাকের নেশামুক্ত দেশ ও ভবিষ্যত প্রজন্ম গড়তে হবে। আসুন, সকলে তামাকমুক্ত বাংলাদেশের লক্ষ্যে একাত্ম হয়ে কাজ করি।

#StopTobacco | #victoryday | #SaveYouth | #16December
December 15, 2025 at 12:55 PM
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশে নতুন মাদক ‘এমডিএমবি ‘র বড় চালান ধরেছে। তারা বলছে, নিষিদ্ধ এই মাদক ভেপ, ই–সিগারেটের মধ্যে গোপনে সরবরাহ করা হতো। ইতোমধ্যে সরকার ই-সিগারেট আমদানি ও উৎপাদন নিষিদ্ধ করেছে। ধূর্ত তামাক কোম্পানিগুলো অবৈধ উপায়ে এগুলো দেশে আনছে। “কম ক্ষতিকর” বলে মিথ্যা প্রচারণা চালিয়ে, বিভিন্ন ফ্লেভারযুক্ত ও আকর্ষণীয় ডিজাইন দিয়ে তরুণদের ই-সিগারেট, ভেপের নেশার ফাঁদে ফেলছে। সচেতন হোন, ভেপ ও ই-সিগারেট এড়িয়ে চলুন #StopTobacco
December 14, 2025 at 12:12 PM
তামাক—নীরব ঘাতক! তামাক সেবনজনিত রোগে বাংলাদেশে প্রতিদিন ৪৪২ জন এবং বছরে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ অকালে মৃত্যুবরণ করে।

অনাকাঙ্খিত এই মৃত্যুর মিছিল থামাতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতা দূর করে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন।

#StopTobacco | #TobaccoControlLaw | #QuitSmokingToday
December 11, 2025 at 12:20 PM
☠ ধূমপানমুক্ত পরিবেশ অধূমপায়ীর অধিকার। সিগারেটের ধোঁয়ায় ৭,০০০+ বিষাক্ত রাসায়নিক রয়েছে, যা ধূমপায়ী-অধূমপায়ী সবার মারাত্মক ক্ষতির কারণ। পরোক্ষ ধূমপান শ্বাসনালী ও ফুসফুসের ক্ষতি করে। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। শিশু ও নারীদের ক্ষতি আরও বেশি। প্রতিবছর দেশে ২৬ হাজার অধূমপায়ী পরোক্ষ ধূমপানে মৃত্যুবরণ করেন, অধিকাংশই শিশু ও নারী ।

আইন সংশোধন করে পাবলিক প্লেস ও পরিবহন ১০০% ধূমপানমুক্ত করার দাবি জোরালো করুন

#StopTobacco | #SHS🚭
December 10, 2025 at 12:40 PM
তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুততম সময়ে পাস করা ও বাস্তবায়নে—আপনার সহযোগিতা ও সমর্থন অত্যন্ত জরুরি। #StopTobacco
December 9, 2025 at 1:14 PM
ধোঁয়াবিহীন তামাক মুখ, দাঁত, মাড়ি, জিহ্বা, কন্ঠনালীসহ মুখ গহ্বর ক্যান্সারের প্রধান কারণ। এজন্য প্রধানতম দায়ী ধোঁয়াবিহীন তামাক পণ্য – পানের সঙ্গে তামাকপাতা ও জর্দা সেবন এবং মাড়িতে গুল ব্যবহার। এ অবস্থায় নতুন ধোঁয়াবিহীন তামাক পণ্য ‘নিকোটিন পাউচ’ কারখানার অনুমতি দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), যা মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করবে। জনস্বাস্থ্য বিধ্বংসী নিকোটিন পাউচ কারখানার অনুমতি অবিলম্বে বাতিল করুন।
#BanNicotinePouches
December 8, 2025 at 2:20 PM
ধূর্ত সিগারেট কোম্পানিগুলো সকল পণ্যের জন্য বাধ্যতামূলক আইনের বিধান ‘সর্বোচ্চ খুচরা মূল্য (MRP)’ মানছে না। তামাক কোম্পানিগুলো প্রতিদিন ভোক্তার কাছ থেকে অতিরিক্ত ২৩ কোটি টাকা, মাসে ৬৯০ কোটি এবং বছরে ৮ হাজার কোটি টাকার বেশি মুনাফা করছে! MRP বিধি না মানায় ভোক্তা ও সরকার প্রতারিত হচ্ছে। বিশেষত, সরকার হারাচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার রাজস্ব। তামাক কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জোরালো করুন। #StopTobacco
December 7, 2025 at 3:16 PM
WHO-র দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সিগারেটের মোড়কে নেপাল ও মালদ্বীপে ৯০%, ভারত ও থাইল্যান্ডে ৮৫%, শ্রীলংকায় ৮০% ও মায়ানমারে ৭৫% স্থানজুড়ে ছবিসহ স্বাস্থ্য সতর্কবার্তা দেয়া হচ্ছে। অথচ WHO FCTC-তে প্রথম স্বাক্ষরকারী দেশ হওয়ার পর বাংলাদেশে তামাক পণ্যের মোড়কে মাত্র ৫০% সতর্কবার্তা, যা সচেতনতা বৃদ্ধিতে কার্যকর নয়। তামাক পণ্যের মোড়কে ৯০% সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা যুক্ত করে বিদ্যমান আইন সংশোধন করুন 🚭
#StopTobacco
December 6, 2025 at 12:03 PM
ধূমপান ও তামাক সেবনে বিশ্বে ৮৭ লাখ মানুষ মারা যায়, যা মোট মৃত্যুর ২য় কারণ। তামাকের নেশার কারণে স্ট্রোক, হার্ট এটাক, বার্জাজ ডিজিজসহ বিভিন্ন রোগব্যাধির কারণে অনেক মানুষ অকাল পঙ্গুত্বের শিকার হয়। বিশ্বে পঙ্গুত্বের ৩য় কারণ হচ্ছে ধূমপানসহ তামাক ব্যবহার।গর্ভবতী নারী যদি তামাক সেবন করেন বা পরোক্ষ ধূমপানের শিকার হন, তাহলে মৃত সন্তান প্রসব বা প্রতিবন্ধী শিশু জন্মের ঘটনা বৃদ্ধি পায়। তাই আজ থেকেই সব ধরনের তামাক পণ্য বর্জন করুন
December 3, 2025 at 9:19 AM
বিড়ি–সিগারেটের ধোঁয়ায় ৭,০০০-এর বেশি ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যা ধূমপায়ী’র পাশাপাশি আশপাশে থাকা অধূমপায়ীদেরও মারাত্মক ঝুঁকিতে ফেলে। পরোক্ষ ধূমপান ফুসফুসের ক্ষতি করে, রক্তপ্রবাহ কমিয়ে দেয় এবং স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি প্রায় ৩০% পর্যন্ত বাড়িয়ে তোলে। তামাক কোম্পানিগুলো কিশোর–তরুণদের টার্গেট করতে রেস্টুরেন্টে বেআইনিভাবে ‘স্মোকিং জোন’ করছে এবং আইন লঙ্ঘন করে সিগারেটের প্রচারণা করছে। ‘স্মোকিং জোন’ থাকা রেস্টুরেন্ট বর্জন করুন।
#StopTobacco
December 2, 2025 at 12:47 PM
মানুষের জীবন রক্ষায় তামাক নিয়ন্ত্রণে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর সরকার

- ২০০৩ সালে WHO Framework Convention on Tobacco Control (FCTC) স্বাক্ষর ও ২০০৪ এ অনুসমর্থন করেছে,
- ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ পাস,
যা তামাকের আগ্রাসন থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ যাত্রা
মরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি
#StopTobacco #BegumKhaledaZia
December 1, 2025 at 12:43 PM
বাংলাদেশে মানুষের প্রতিরোধযোগ্য মৃত্যুর সবচাইতে বড় কারণ ‘ধূমপান, পরোক্ষ ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক সেবন’। তামাকজাত দ্রব্য সেবনে বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিদিন ৪৪২ জন এবং বছরে ১ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়! ধূর্ত তামাক কোম্পানিগুলো নানারকম চাতুরি ও মিথ্যা প্রপোগান্ডায় অল্পবসয়ীদের তামাকের নেশায় ধাবিত করছে। আগামী প্রজন্মের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন করার জোরালো দাবি তুলে ধরুন #StopTobacco
November 30, 2025 at 1:23 PM
প্রতিবছর দেশে ২৬ হাজার অধূমপায়ী পরোক্ষ ধূমপানে মৃত্যুবরণ করেন, অধিকাংশই শিশু ও নারী ।

☠ সিগারেটের ধোঁয়ায় ৭,০০০+ বিষাক্ত রাসায়নিক তাদের শ্বাসনালী ও ফুসফুসের ক্ষতি করে, ক্যান্সারসহ মারাত্মক রোগের ঝুঁকি কয়েকগুণ বাড়ায় ।

👉 শিশুদের সুরক্ষায় বাসা-বাড়ি, শিশুদের খেলাধুলার মাঠ, পার্কসহ সব পাবলিক প্লেস ও পরিবহন শতভাগ ধূমপানমুক্ত রাখি। শিশুদের সামনে ধূমপান থেকে বিরত থাকি ।

#StopTobacco | #QuitTobaccoToday | #SHS ☠🚭
November 27, 2025 at 11:58 AM
বিড়ি-সিগারেটের ধোঁয়ায় থাকা ৭০০০+ ক্ষতিকর রাসায়নিক অধূমপায়ীদের মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে। পরোক্ষ ধূমপানে শিশু-নারীসহ অধূমপায়ীদের হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ (এজমা, এমফাইসিমা, ব্রংকাইটিস) প্রাণঘাতী রোগ হয়।পরোক্ষ ধূমপান অধূমপায়ীদের ফুসফুসের মারাত্মক ক্ষতি করে, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি ৩০% বাড়ায়! ৬৯টি দেশ আচ্ছাদিত পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে। আসুন, পাবলিক প্লেস ১০০% ধূমপানমুক্ত করার দাবী জানাই। #StopTobacco
November 26, 2025 at 11:48 AM
ধূমপান ও তামাকের নেশা প্রাণঘাতী। তামাকের নেশা যারা ছাড়তে চান, তাদের জন্য সুখবর! ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ নেশা ছাড়াতে সহায়তার উদ্যোগ নিয়েছে। আপনি নিজে বা আপনার বন্ধুবান্ধব, পরিবারের সদস্য যারা এ নেশা থেকে বেরিয়ে আসতে চান তারা কল করুন
☎ ০৯৬১৩৫৫৫৫৪৪ নাম্বারে অথবা
ইমেজের কিউআর কোড স্ক্যান করুন।

#QuitSmokingToday | #StopTobacco | # #tobaccokills☠🚭
November 25, 2025 at 2:05 PM
একটি সিগারেটে থাকে ৭০০০+ ক্ষতিকর রাসায়নিক, যার ৭০টি ক্যান্সার সৃষ্টি করে। অকালমৃত্যু ও পঙ্গুত্ব এড়াতে আজই ধূমপান ছাড়ুন। ধূমপান বন্ধের ২০ মিনিটে হার্টের ছন্দ স্বাভাবিক হয়, ১২ ঘণ্টায় কার্বন মনোক্সাইড কমে যায়। ২ সপ্তাহ–৩ মাসে হৃদরোগের ঝুঁকি কমে, ফুসফুসও শক্তি ফিরে পায়।

আপনি নিজে অথবা প্রিয়জনদের কেউ ধূমপান ছাড়তে সহায়তা পেতে কল করুন ☎ ০৯৬১৩৫৫৫৫৪৪ অথবা ইমেজের কিউআর কোড স্ক্যান করুন। #StopTobacco 🚭
November 23, 2025 at 1:05 PM
ধূমপান ও তামাকের নেশা প্রাণঘাতী। তামাকের নেশা যারা ছাড়তে চান, তাদের জন্য সুখবর! ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এ নেশা ছাড়াতে সহায়তার উদ্যোগ নিয়েছে। আপনি নিজে বা আপনার বন্ধুবান্ধব, পরিবারের সদস্য যারা এ নেশা থেকে বেরিয়ে আসতে চান তারা কল করুন ☎ ০৯৬১৩৫৫৫৫৪৪ নাম্বারে অথবা ইমেজের কিউআর কোড স্ক্যান করুন #QuitSmokingToday | #StopTobacco #tobaccokills☠🚭
November 22, 2025 at 12:04 PM
ধূমপানে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ - এমফিজাইমা, ক্রনিক ব্রংকাইটিসসহ ক্রনিক অবস্ট্রাকটিভ পলমনারি ডিজিজ (সিওপিডি), এজমা ইত্যাদি বিভিন্ন রোগ হয়। ধূমপানে ফুসফুস ও শ্বাসনালীর মারাত্মক ক্ষতি হয়। এসব স্বাস্থ্য ক্ষতি থেকে বাঁচতে ধূমপান ছাড়ুন। বাসা-বাড়ি ধূমপানমুক্ত রাখুন।

#StopTobacco | #LungHealth | #QuitSmoking| 🚭
November 20, 2025 at 1:19 PM
ধূমপানে ফুসফুসের মারাত্মক ক্ষতি হয়। ৮০% এর বেশি ফুসফুস ক্যান্সার ও ক্রনিক অবস্ট্রাকটিভ পলমনারি ডিজিজ (সিওপিডি, যেমন: এমফিজাইমা, ক্রনিক ব্রংকাইটিস ইত্যাদি) এর প্রধান কারণ ধূমপান ও পরোক্ষ ধূমপান। এছাড়া, এজমা/হাঁপানিসহ ফুসফুস ও শ্বাসনালীর মারাত্মক ক্ষতি হয়। এসব ক্ষতি থেকে বাঁচতে ধূমপান ছাড়ুন। বাসা-বাড়ি ধূমপানমুক্ত রাখুন।

#StopTobacco | #LungHealth | #QuitSmoking| 🚭
November 18, 2025 at 1:35 PM