Hypocrite - ভণ্ড
banner
shakowat.bsky.social
Hypocrite - ভণ্ড
@shakowat.bsky.social
Religion : Islam.
(Extremely opposed to Atheism and Secularism)
Extremists! Arrogant! Misogynist! Immoral! Realistic! Destructive!
Mechanized ‌> 24×7×52
"আল্লাহর সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহাত্মক আচরণই হচ্ছে জাহিলিয়াতের প্রমাণ।"
__সাইয়েদ কুতুব
January 20, 2025 at 12:03 PM
আর কিছু পাবলিক আছে গায়ে পড়ে আপনাকে হেল্প করবে। তারপর এটার সুযোগ নিয়ে আপনাকে সবসময় ডোমিনেট করতে চাইবে!
January 19, 2025 at 1:41 PM
ফুলের প্রতি অবিচার কখন করা হয়?
যখন তাকে পাতা বা ডালের মতো ওজন করা হয়!
(মুসা আল হাফিজ)
January 13, 2025 at 5:45 AM
বিপর্যয়, দূর্ঘটনা বা কোনো সরকারের পতনের পর সেখানে লুটপাট হওয়ার বিষয়টা একদম চিরচেনা একটা দৃশ্য। এটা ভালো নাকি খারাপ এটা পরের বিষয়। কিন্তু, এটা বৈশ্বিকভাবে পরিচিত একটা দৃশ্য। ৫ই আগস্টের দিন যারা খুব সুশীলতা দেখিয়েছিল, যাদের একদম ওয়াক থু এই রকম অবস্থা হয়েছিল তারা এখন তাদের খোদাদের ব্যাপারে কি বলবে? আমরা বাঙালি জাতিরা না হয় অসভ্য। কিন্তু, বঙ্গীয় সুশীলদের সভ্য দেবতাদের এ কি দশা? এখন কেন কেউই সভ্যতার কীর্তন শোনাচ্ছেনা?
January 11, 2025 at 2:08 PM
একটা সময় শীতের রাত গুলো অনেক দীর্ঘ ছিল। এখন শীতের রাত গুলোও আর আগের মত দীর্ঘ হয়না। ঘুম আসার আগেই রাত ফুরিয়ে যায়!
January 5, 2025 at 2:58 PM
Bay of Bengal! Bangladesh
January 4, 2025 at 8:56 AM
চারপাশে যা কিছু দেখি, তা আসলে কি?
যা কিছু দেখি তা আসলে দলিল এমন কিছুর যাকে আমরা দেখি না!
__ মুসা আল হাফিজ
January 4, 2025 at 8:39 AM
"কথা বলছো আমার সাথে, অথচ স্মরণে তোমার অন্য কেউ!
তোমার অবস্থা তো দেখি আমার নামাজের মতো।"

- মির্জা গালিব
January 3, 2025 at 8:33 AM
"সব কর্মফলের সাক্ষাৎ আগামীতে পাওয়া যাবে,
দুর্ভাগ্যের লিপিতে অঙ্কিত এক উন্মুক্ত গ্রন্থ।"
(ইবনে হেলাল)
January 2, 2025 at 8:32 AM
কেবল চোখ থাকলে হবেনা, দেখার জন্য আলোরও দরকার। লাল নাকি নীল সেটা আলো ছাড়া অন্ধকারে আপনি কিভাবে বুঝবেন??
January 1, 2025 at 4:33 PM
২০২৪ সাল আওয়ামীলীগ বিরোধীদের চেয়ে আওয়ামীলীগ সমর্থকদের নিকট বেশি অবিস্মরণীয়!
অভিভাবক হারানোর বেদনা!!
December 31, 2024 at 11:52 AM
২০২৪ এর পর ২০২৫ হবে।
এই আরকি!
December 31, 2024 at 6:48 AM
কারো নিকট থেকে উপকার গ্রহণ করার কারণে তার প্রতি আপনার দূর্বলতা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু, তার অন্যায় কর্মকাণ্ডের পক্ষে দালালী করাটা ভালো মানুষের কাজ নয়। একইভাবে কেউ একজন কোন কাজে অপরাধী সাব্যস্ত হলে নিজেকে ধোয়া তুলসীপাতা প্রমাণ করার জন্য হুট করে উক্ত ব্যক্তির নিকট থেকে গ্রহণ করা উপকারের কথা অস্বীকার করাটাও কোন ব্যক্তিত্বসম্পন্ন মানুষের কাজ নয়। এগুলো সস্তা মানুষের কাজ!
December 30, 2024 at 4:24 PM
তরবারি বিক্রি করে জায়নামাজ কিনে নিয়েছি।
ইজ্জত লুঠ হচ্ছে আর আমরা দোয়া করেই চলছি!
আল্লামা ইকবাল (রঃ)
December 28, 2024 at 4:49 AM
ঈদ এসেছিল শহীদি রক্তে।
এখনো জনপদ রক্তে রঞ্জিত হয় রোজ,
তবুও ঈদ আসেনা।
December 27, 2024 at 4:37 AM
"যে চক্ষু অশ্রুপাত করেনি, তার কোন অজুহাত নেই।"
December 26, 2024 at 8:27 AM
Bay of Bengal. Outer Anchorage Chattogram.
December 24, 2024 at 3:31 PM
ব্যক্তি হিসেবে নিজে সৎ হওয়ার চেয়ে অন্যের কাছে নিজেকে সৎ প্রমাণ করাটা বেশি জরুরী। জায়েজ করতে হিসাবের খাতায় কত সার্জারী করা লাগে!
December 24, 2024 at 3:28 AM
Let's introduce!
I'm from Chattogram Bangladesh!
December 23, 2024 at 4:34 PM
তরবারির জায়গায় কখনো তর্ক দিয়ে সমাধান হয়না!
December 23, 2024 at 5:25 AM
এখানে বহেনা হাওয়া এ বিস্তীর্ণ প্রান্তরের ধারে,
এই অজগর রাত্রি গ্রাসিয়াছে সকল আলোক।
(ফররুখ আহমেদ)
December 22, 2024 at 1:08 PM
প্রয়োজনের তাগিদেই আমরা একে অন্যের কাছে যাই। প্রয়োজনের তাগিদেই অন্যের সাথে আমাদের সম্পর্কচ্ছেদ হয়। শত্রুতার কারণে দূরত্ব সৃষ্টি হয়না।যেখানে প্রয়োজন নেই সেখানে অনর্থক কেউ সময় ব্যয় করেনা। আমাদের নিরবিচ্ছিন্ন যোগাযোগ তাদের সাথে যারা প্রত্যাহিক কাজের সাথে জড়িত। হোক তারা অপছন্দের!
December 21, 2024 at 7:46 AM
সিপাহি বিপ্লবের পর কবি মির্জা গালিবকে বৃটিশ অফিসার প্রশ্ন করল আপনি মুসলিম না অমুসলিম?
গালিব বললেন, আধা মুসলিম, আধা অমুসলিম।
অফিসার বললেন, সেটা কিভাবে?
গালিব জানালেন, শূকরের মাংস খাইনা কিন্তু মদপান করি।
গালিব জানতেন, শূকরের মাংস না খেলেই মুসলমান হওয়া যায়না।
কিন্তু, এখনকার অসংখ্য লোক এমন, যাদের কাছে কেবল শূকরের মাংসই হারাম আর সবই হালাল।
ঘটনা হল, তারা নিজেদের গালিবের মত অর্ধেক নয় বরং পূর্ণ মুসলমান মনে করেন!
December 20, 2024 at 10:24 AM
"সামাজিক জীবনের প্রতিটি দিককে বাজারই নিয়ন্ত্রণ করে। সবকিছুর হিসাব হয় দামের ভিত্তিতে যা বাজার নির্ধারণ করে দেয়। সব কাজের মূল্যায়ন হয় টাকা আর পুঁজির বাজারেই।"
December 19, 2024 at 6:16 AM
দ্বীন দুনিয়া কোনটাই হচ্ছেনা, অথচ এদিকে হায়াত ফুরিয়ে যাচ্ছে।
December 18, 2024 at 4:45 PM