রাসূল (ﷺ) বলেছেন-
যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।
____ (তিরমিজি, হাদীস: ১৯৪০)
রাসূল (ﷺ) বলেছেন-
যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।
____ (তিরমিজি, হাদীস: ১৯৪০)
গজব কমবে,
গাছ লাগান
গরম কমবে।
গজব কমবে,
গাছ লাগান
গরম কমবে।
যদি তার উপরে আসা দুঃখ কষ্টের পর তাকে নি‘মাতের স্বাদ আস্বাদন করাই, তখন সে আনন্দে উৎফুল্ল হয়, হয়ে পড়ে অহঙ্কারী।
____ (সূরাঃ হূদ, আয়াতঃ ১০)
যদি তার উপরে আসা দুঃখ কষ্টের পর তাকে নি‘মাতের স্বাদ আস্বাদন করাই, তখন সে আনন্দে উৎফুল্ল হয়, হয়ে পড়ে অহঙ্কারী।
____ (সূরাঃ হূদ, আয়াতঃ ১০)
হে আদম সন্তান!
তোমরা খাও এবং পান করো। তবে অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না।
____ (সুরা: আরাফ, আয়াত: ৩১)
হে আদম সন্তান!
তোমরা খাও এবং পান করো। তবে অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না।
____ (সুরা: আরাফ, আয়াত: ৩১)