MD FAZLUL HOQUE
banner
mdfazlul.bsky.social
MD FAZLUL HOQUE
@mdfazlul.bsky.social
Bangladesh 🇧🇩 mymensingh
কারো ক্ষতি করার আগে একশো বার এই হাদিসটার কথা মনে করবেন।

রাসূল (ﷺ) বলেছেন-
যে ব্যক্তি অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তাআলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে কষ্টের মধ্যে ফেলেন।

____ (তিরমিজি, হাদীস: ১৯৪০)
September 27, 2024 at 10:44 AM
পাপ কমান
গজব কমবে,
গাছ লাগান
গরম কমবে।
September 24, 2024 at 6:11 PM
وَ لَئِنۡ اَذَقۡنٰهُ نَعۡمَآءَ بَعۡدَ ضَرَّآءَ مَسَّتۡهُ لَیَقُوۡلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیۡ ؕ اِنَّهٗ لَفَرِحٌ فَخُوۡرٌ ﴿ۙ۱۰﴾
যদি তার উপরে আসা দুঃখ কষ্টের পর তাকে নি‘মাতের স্বাদ আস্বাদন করাই, তখন সে আনন্দে উৎফুল্ল হয়, হয়ে পড়ে অহঙ্কারী।
____ (সূরাঃ হূদ, আয়াতঃ ১০)
September 21, 2024 at 2:59 PM
September 16, 2024 at 2:29 PM
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَكُمۡ عِنۡدَ كُلِّ مَسۡجِدٍ وَّ كُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ ﴿۳۱﴾
হে আদম সন্তান!
তোমরা খাও এবং পান করো। তবে অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না।

____ (সুরা: আরাফ, আয়াত: ৩১)
September 16, 2024 at 12:52 PM