md-tamim77.bsky.social
@md-tamim77.bsky.social
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির”প্রচলিত ধারার ছাত্র সংগঠনের ন্যায় চমকপ্রদ শ্লোগান সর্বস্ব কিংবা ইস্যুভিত্তিক কোন সাময়িক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে গঠিত হয়নি। বরং নবী-রাসূলগণ পৃথিবীর মানুষকে যে মহান সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন সেই একই দাওয়াত নিয়ে ছাত্র সমাজের মধ্যে কাজ করতে চায়।আমাদের সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে“আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনবিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।
September 19, 2025 at 8:10 PM