karimbenezema.bsky.social
@karimbenezema.bsky.social
November 16, 2024 at 10:19 AM
কি অসাধারণ ঘটনা! দ্যাখেন! দিনে দুপুরে ডাকাতি হইসে। জিনিসপত্র তো নিসেই। একমাত্র শিশু সন্তানকেও নিয়ে গেসে! কি অপূর্ব এই বাংলাদেশ ২.০।
মারহাবা মারহাবা!

শুক্রবার ১৫/১১/২০ আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানার নামের একজনের বাসায় ডাকাতি হয়। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটিকেও নিয়ে যায়।
November 16, 2024 at 10:06 AM
জুন জুলাইতে আমেরিকান দুতাবাস দীর্ঘদিন বন্ধ থাকবে এমন ধারণা দেওয়া হয়েছিল। এর পর দ্রুত পাকিস্তান থেকে আমদানীর ফুল ইন্সপেকশন শর্ত তুলে নেওয়া হলো। এরপর আসল করাচি থেকে জাহাজ চট্টগ্রাম বন্দরে এবং কোন স্কোনিং চাড়াই উপরের নির্দেশ খালাস করা হয়ে।7.2 বুলেট কিভাবে আসল?এসব অস্ত্র কে চালাল কারা চালানোয় দক্ষ?উত্তর- বহিষ্কৃত/অবসরসেনা পাকিস্তান আফগান থেকে ট্রেনিং নেওয়া জঙ্গিরা।এই মেটিকুলাস পরিকল্পনা একসময় অপকর্মের সাক্ষি হয়ে যাবে।
November 16, 2024 at 10:02 AM