bijoy
bijoytalk.bsky.social
bijoy
@bijoytalk.bsky.social
July 24, 2025 at 4:49 PM
তৃতীয় ও শেষ টি টুয়েন্টি ম্যাচে বাংলাদেশ কে ১৭৯ রানে টার্গেট দিয়েছে পাকিস্তান। বোলিংয়ে তাসকিন তিন উইকেট নেন। নাসুম বল হাতে ভালো করেছে ২২ রানে নিয়েছেন দুই উইকেট। একটি করে নেন সাইফুদ্দিন ও শরিফুল।

#BANvPAK
#Cricket
#Bcb
July 24, 2025 at 1:55 PM
জাকের অভিষেকের পর থেকেই তিন ফরম্যাটেই দলে হয় ব্যাট হাতে কন্টিবিউট করছে। আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টুয়েন্টি তে ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা। এটা ছিলো তার তৃতীয় হাফ সেঞ্চুরি। জাকেরের এখনও সমস্যা আছে স্পিনে এখনও সিঙ্গেল বের করতে পারে না। এগুলা যখন ২০০ রানে টার্গেট দিবে তখন বুঝা যাবে সিঙ্গেলের ভ্যালু।

#BANvPAK
#JakerAli
July 22, 2025 at 4:56 PM
থ্রিলার ম্যাচে পাকিস্তান কে ৮ রানে হারিয়ে টি টুয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের। বোলিংয়ে শরিফুল তিন উইকেট নেন। দুই উইকেট করে নেন মাহেদি এবং সাকিব। একটি করে নেন রিশাদ এবং মুস্তাফিজ। রিশাদ বেশিদিন জাতীয় দলে টিকবে না এখন গুগলি করতে পারে না একটা। টেইলএন্ডাররা আইসা পিডায়।

#BANvPAK
July 22, 2025 at 3:59 PM
দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে জাকের আলীর হাফ সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান কে ১৩৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ। মাহেদি ব্যাট হাতে ভালো করেছে এই পিচে করেছেন ২৫ বলে ৩৩ রান। কেন জানি ১৫ রান শর্ট মনে হচ্ছে লাস্টের দিকে ব্যাটার গুলো আরেকটু সময় নিতে পারতো।

#BANvPAK
#Cricket
#Bcb
July 22, 2025 at 1:56 PM
বাংলাদেশের ওপেনার রা একটা টার্ম ধরে রেখেছে। দুজন একসাথে খুবই কমই ব্যার্থ হচ্ছে একজন ব্যার্থ হলে অপর জন ভালো খেলছে এভাবেই চলছে। আবার দুজনই আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে যেটা পজেটিভ। ইমন দুইটা হাফ সেঞ্চুরি করেছে টি টুয়েন্টিতে দুইটাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ টা ঠান্ডা মাথায় খেলেছে। দুইটা অপেনারেরই স্পিনের বিপক্ষে ভালো খেলতে হবে নাহলে মিডেল ওভারে আসলে চাপে পড়ে যাবে।

#BANvPAK
#Emon
July 20, 2025 at 5:06 PM
July 20, 2025 at 4:14 PM
প্রথম টি টুয়েন্টি তে বাংলাদেশ কে ১১১ রানের টার্গেট দিলো পাকিস্তান। সবাই জানে মিরপুরের পিচ হাই স্কোরিং না পাকিস্তানি ব্যাটার রা বেশি শর্ট খেলেছে সাথে রান আউট নাহলে ১৪০-১৫০ আরামসে হয়ে যেত। বোলিংয়ে তাসকিন তিন উইকেট। মুস্তাফিজ দুই উইকেট। একটি করে নেন মাহেদি এবং সাকিব।

#BANvPAK
#BCB
July 20, 2025 at 1:53 PM
July 16, 2025 at 5:36 PM
তানজিদকে নিয়ে কথা বলতে গেলে ওর খেলার ধরনটা একটু আলাদা। ও গতানুগতিক স্পিনারদের বিপক্ষে শুধু ডিফেন্স করে যাবে, এমন নয়। তানজিদ আসলে স্পিনের বিপক্ষে দ্রুত রান বের করার এবিলিটি রাখে। স্পিনের বিপক্ষে ওর হিটিং এবিলটি ভালো। ওয়ানডে খেলতে গেলে স্পিনারদের বিপক্ষে আরো ভালো খেলতে হবে। তানজিম পাওয়ার প্লে টিকে গেলে রান বের করবেই। এটা পজিটিভ দিক। বাংলাদেশের কতজন ব্যাটার জায়গায় দাড়িয়ে ক্লিন হিটে সিক্স মেরেছে আমি জানি না।

#BANvSL
#Tanzid
July 16, 2025 at 5:14 PM
তৃতীয় টি টুয়েন্টি তে বাংলাদেশ কে ১৩৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলংকা। মাহেদির বোলিংয়ের সামনে লংকার টপ এবং মিডেলের কোন ব্যাটার দাঁড়াতে পারে নি। মাহেদি একাই নেন চার উইকেট। এত জঘন্য বোলিং শরিফুলের লাস্ট ওভারে কি বলবো এদের।

#BANvSL
#Cricket
#Bcb
July 16, 2025 at 3:21 PM
শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পেয়েই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দিলেন মাহেদী হাসান। চার ওভার বোলিং করে এক মেইডেন দিয়ে ১১ রানে নিয়েছেন চার উইকেট। আজ আন্তর্জাতিক ক্রিকেট ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

#BANvSL
#Cricket
#Mahedi
July 16, 2025 at 2:32 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচে দশম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে হ্যাট্টিক করেছেন Scott Boland। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৪৬তম প্লেয়ার হিসবে এই রেকর্ড করেন।

#ScottBoland
#Cricket
#AUSvWI
July 15, 2025 at 10:21 AM
বোলারদের জ্বলে উঠার ম্যাচে দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ এখন সমতায়। বোলিংয়ে একাদশে সুযোগ পেয়েই দারুণ বল করেছেন শরিফুল নিয়েছেন দুই উইকেট। সাইফুদ্দিন ও নিয়েছেন দুই উইকেট। এবং তিন উইকেট নিয়েছেন রিশাদ। ফিজ এবং মেহেদী একটি করে উইকেট পেয়েছেন।

#BANvSL
#Cricket
#Bcb
July 13, 2025 at 4:54 PM
শামীম শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ বলে ৪৮ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। অনেকদিন পর একটা ভালো ইনিংস খেললো। এসব ক্যামিও বা ইনিংস গুলার টি টুয়েন্টি তে ভ্যালু আছে।

#BANvSl
#cricket
#Shamim
July 13, 2025 at 4:04 PM
অধিনায়ক লিটন বহুদিন পর টি টুয়েন্টি ক্রিকেটে একটা হাফ সেঞ্চুরি করেছেন। আজ শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি টুয়েন্টি তে তার ১২তম হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত খেলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস। ক্যাচ টা ধরলে আরো আগেই শেষ হতো ইনিংস। তবুও লিটন টি টুয়েন্টি তে ওপেন করুক।

#BANvSL
#Litton
#Cricket
July 13, 2025 at 3:50 PM
দ্বিতীয় টি টুয়েন্টি তে শ্রীলংকা কে মাত্র ১৭৮ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। বহুদিন পর টি টুয়েন্টি ক্রিকেটে লিটন হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। শামীম একটা ভালো ইনিংস খেলেছে ৪৮ রানের।

#BANvSL
#Cricket
#Bcb
July 13, 2025 at 3:47 PM
জিএসএল টি টুয়েন্টি লীগ থেকে সাকিব আল হাসান।

#GSLT20
#Shakib
#Cricket
July 10, 2025 at 5:23 PM
লিটন, মিরাজ, নাঈম এবং ঢাবিয়ানের অসাধারণ টেস্ট ইনিংসে প্রথম টি টুয়েন্টি তে শ্রীলংকাকে মাত্র ১৫৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ঢাবিয়ান জানে না অফে, পেস এবং স্পিনে কিভাবে রান করতে হয়। অধিনায়ক শেষ কবে ৩০ রানের ইনিংস খেলছে সে জানে না। এই চারটা প্লেয়ার কে আমি টি টুয়েন্টি দলে দেখতে চাই না।

#BANvSL
#Cricket
#Bcb
July 10, 2025 at 3:19 PM
টি টুয়েন্টি সিরিজ কে সামনে রেখে অনুশীলন করছে বাংলাদেশ দল। দীর্ঘদিন পর টি টুয়েন্টি স্কোয়াড দে জায়গা পেয়েছে সাইফুদ্দিন।

#BANvSL
#Cricket
#Bcb
July 9, 2025 at 4:44 PM
মিরাজের অধিনায়কত্বে আবারও সিরিজ হার। সবচেয়ে বড় সমস্যা মিডল অর্ডার ব্যাটিং। এখানে এমন ব্যাটার দরকার, যারা সহজে সিঙ্গেল-ডাবল নেবে আর বাউন্ডারিও বের করবে। হৃদয় সেটা করতে পারছে না, তাই ওর জায়গায় সোহান-অঙ্কনের মতো কাউকে সুযোগ দেওয়া উচিত। আর প্লেয়ারদের স্পিনারদের বিপক্ষে ভালো খেলার দীক্ষা নিতে হবে।

#BANvSL
#Cricket
#Bcb
July 8, 2025 at 5:25 PM
ডেট ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ কে ২৮৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলংকা। বোলিংয়ে দুইটা করে উইকেট নেন মেহেদি এবং তাসকিন। একটি করে নেন সাকিব, তানভীর এবং শামীম।

#BANvSL
#Cricket
#Bcb
July 8, 2025 at 1:03 PM
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সপ্তম প্লেয়ার হিসবে এক ইনিংসে ৩৫০ রান করেছেন আফ্রিকান অলরাউন্ডার মালডার। জিম্বাবুয়ে বিপক্ষে দ্বিতীয় টেস্টে এই রেকর্ডময় ইনিংস টি খেলেন। আফ্রিকান ব্যাটারদ্বারা ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৩৬৭ রান করে নট আউট থাকেন।

#Mulder
#SAvZIM
July 7, 2025 at 11:45 AM
পার্ট-টাইমার বোলার হিসেবে শামিম সত্যিই দুর্দান্ত বল করছে। অনেক সময় সে মিরাজের চেয়েও ভালো বোলিং করছে, আর দলের জন্য প্রয়োজনীয় সময়ে ব্রেকথ্রু এনে দিচ্ছে। যদি ওকে একাদশে নিয়মিত রাখা যায়, তাহলে ষষ্ঠ বোলারের অভাব অনেকটাই পূরণ হবে। তবে শুধু বোলিং দিয়ে তো আর দলে টিকে থাকা যাবে না এজন্য শামিমকে ব্যাটিংয়েও ভালো করতে হবে।

#BANvSL
#Cricket
#Shamim
July 6, 2025 at 5:54 AM
ভাবি নাই তানভির দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এসেই ফাইফার পাবে তবুও শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জয়ী পাঁচ উইকেট পেয়েছে তার জন্য অভিনন্দন। একাদশে জায়গা ধরে রাখা কঠিন হয়ে যাবে। আজ কিছুটা লাক ফেভারে ছিলো।

#TANVIR
#Cricket
#BANvSL
July 5, 2025 at 5:29 PM