সামনে তোমায় দেখলে কোথাও যেন হারিয়ে যাই।)
এখন তো তুমি বলছো কথা, আবার আছোও আমার পাশে! বলো তো, তোমায় দেখবো-না বলবো কথা তোমার সাথে?
সামনে তোমায় দেখলে কোথাও যেন হারিয়ে যাই।)
এখন তো তুমি বলছো কথা, আবার আছোও আমার পাশে! বলো তো, তোমায় দেখবো-না বলবো কথা তোমার সাথে?
কবে বলেছি তোমায়, আমায় কেবল ভালোই বেসে যাও?
কবে বলেছি তোমায়, আমায় কেবল ভালোই বেসে যাও?
কে আর মনে রাখবে তাকে?
যার মনে তুমি আছো,
সে আর মনে রাখবে কাকে?
কে আর মনে রাখবে তাকে?
যার মনে তুমি আছো,
সে আর মনে রাখবে কাকে?
যেন বিরান নগরীতে চুপিচপি বসন্ত এসেছে।
যেন তপ্ত মরুতে বইছে সকালের প্রশান্তির বাতাস,
যেন অসুস্থের কোনো ওষুধ ছাড়াই অসুখ সেরেছে।
যেন বিরান নগরীতে চুপিচপি বসন্ত এসেছে।
যেন তপ্ত মরুতে বইছে সকালের প্রশান্তির বাতাস,
যেন অসুস্থের কোনো ওষুধ ছাড়াই অসুখ সেরেছে।
এতো দেখেছি, যতোখানি দেখা যায়,
তবুও-
এই দুটি চোখ দিয়ে কতোই বা আর দেখা যায়।
এতো দেখেছি, যতোখানি দেখা যায়,
তবুও-
এই দুটি চোখ দিয়ে কতোই বা আর দেখা যায়।
কিন্তু গোলাপকে কি কখনো গোলাপ দেয়া যায়?
যে দেখেনি কখনো ভালোবাসার ইশকুল,
তাকে কি আর হৃদয়ের বইটা পড়তে দেয়া যায়?
কিন্তু গোলাপকে কি কখনো গোলাপ দেয়া যায়?
যে দেখেনি কখনো ভালোবাসার ইশকুল,
তাকে কি আর হৃদয়ের বইটা পড়তে দেয়া যায়?
উত্তর খুঁজতে গিয়ে
হারিয়ে যাই কল্পনাতে
তুমি কি প্রার্থনায় পাওয়া আশীর্বাদ?
তুমি এমন এক রহস্য
যার কাছে সব শব্দ হার মানে
তবুও হৃদয় তোমাকে ভেবে
হাজার কবিতা লিখে।
তুমি কে প্রশ্নের উত্তর নেই
তবে একটাই সত্য
আমার সমস্ত সুখ-দুঃখে
তুমি আছো সঙ্গী
উত্তর খুঁজতে গিয়ে
হারিয়ে যাই কল্পনাতে
তুমি কি প্রার্থনায় পাওয়া আশীর্বাদ?
তুমি এমন এক রহস্য
যার কাছে সব শব্দ হার মানে
তবুও হৃদয় তোমাকে ভেবে
হাজার কবিতা লিখে।
তুমি কে প্রশ্নের উত্তর নেই
তবে একটাই সত্য
আমার সমস্ত সুখ-দুঃখে
তুমি আছো সঙ্গী
নিয়মিত ভালোবাসবো কিন্তু বুঝতে দিবো না..!!😊🖤
নিয়মিত ভালোবাসবো কিন্তু বুঝতে দিবো না..!!😊🖤
আটপৌরে শাড়ীর মতো।
জড়িয়ে রাখা চাদরের মতো।
ছড়িয়ে রাখা গল্পের বইয়ের মতো।
মস্তিষ্কে থাকা গানের মতো।
হাতে রাখা হাতের মতো।
চোখে হারানো স্বপ্নের মতো।
না ঘুমানো রাতের মতো।
অপেক্ষায় থাকা যুগলের মতো।
ভালবাসলে ভালবাসা ভালবাসার মতো। ❤️
আটপৌরে শাড়ীর মতো।
জড়িয়ে রাখা চাদরের মতো।
ছড়িয়ে রাখা গল্পের বইয়ের মতো।
মস্তিষ্কে থাকা গানের মতো।
হাতে রাখা হাতের মতো।
চোখে হারানো স্বপ্নের মতো।
না ঘুমানো রাতের মতো।
অপেক্ষায় থাকা যুগলের মতো।
ভালবাসলে ভালবাসা ভালবাসার মতো। ❤️
কেমন যেন থমকে দাঁড়াই
তোমাকে ভুলতেই দেখি
অহেতুক যায় পুরো দিনই।
তোমাকে ভুলতে গেলেই
আরও আষ্টে পিষ্টে ভালবাসি
মনের ত্রিকোণ পেরিয়ে
আমি তোমায় আগলে রাখি।
দিগন্ত ছাড়িয়ে আমায় নিয়ে যাও
নিয়ে যাও আমায় সুবুজে
পথ না চিনি, তবুও চাই
তোমার হৃদয় ঘরে থাকতে।
কেমন যেন থমকে দাঁড়াই
তোমাকে ভুলতেই দেখি
অহেতুক যায় পুরো দিনই।
তোমাকে ভুলতে গেলেই
আরও আষ্টে পিষ্টে ভালবাসি
মনের ত্রিকোণ পেরিয়ে
আমি তোমায় আগলে রাখি।
দিগন্ত ছাড়িয়ে আমায় নিয়ে যাও
নিয়ে যাও আমায় সুবুজে
পথ না চিনি, তবুও চাই
তোমার হৃদয় ঘরে থাকতে।