Aal - Aamin Muhammad Aamon
banner
amonaa2.bsky.social
Aal - Aamin Muhammad Aamon
@amonaa2.bsky.social
মাথাভর্তি টেনশন আর মনের অশান্তিতে চোখে ঘুম নেই৷ নেই কোনো আপনজন যে আমার টেনশনের ভাগ নেবে৷ আসলে সবাই সুখের বন্ধু হয়,দুঃখের বন্ধু দুঃখই হয়😭
(তুমি বললে কথা, সে কথায় মুগ্ধ হয়ে যাই,
সামনে তোমায় দেখলে কোথাও যেন হারিয়ে যাই।)
এখন তো তুমি বলছো কথা, আবার আছোও আমার পাশে! বলো তো, তোমায় দেখবো-না বলবো কথা তোমার সাথে?
September 30, 2025 at 8:39 PM
এতোই যদি ঘৃণা থাকে,না হয় সে ঘৃণাই দেখিয়ে দাও-
কবে বলেছি তোমায়, আমায় কেবল ভালোই বেসে যাও?
September 30, 2025 at 8:36 PM
যাকে তুমি ভুলে গেছো,
কে আর মনে রাখবে তাকে?
যার মনে তুমি আছো,
সে আর মনে রাখবে কাকে?
September 30, 2025 at 8:33 PM
রাতে এমন করে তোমার স্মৃতি মনে এসেছে-
যেন বিরান নগরীতে চুপিচপি বসন্ত এসেছে।
যেন তপ্ত মরুতে বইছে সকালের প্রশান্তির বাতাস,
যেন অসুস্থের কোনো ওষুধ ছাড়াই অসুখ সেরেছে।
September 30, 2025 at 8:26 PM
আমি তাকে এতো দেখেছি,
এতো দেখেছি, যতোখানি দেখা যায়,
তবুও-

এই দুটি চোখ দিয়ে কতোই বা আর দেখা যায়।
September 29, 2025 at 8:21 PM
ওকে দিতে চেয়েছিলাম গোলাপ ফুল,
কিন্তু গোলাপকে কি কখনো গোলাপ দেয়া যায়?

যে দেখেনি কখনো ভালোবাসার ইশকুল,

তাকে কি আর হৃদয়ের বইটা পড়তে দেয়া যায়?
September 29, 2025 at 8:15 PM
একটা প্রশ্ন জাগে মনে
উত্তর খুঁজতে গিয়ে
হারিয়ে যাই কল্পনাতে
তুমি কি প্রার্থনায় পাওয়া আশীর্বাদ?

তুমি এমন এক রহস্য
যার কাছে সব শব্দ হার মানে
তবুও হৃদয় তোমাকে ভেবে
হাজার কবিতা লিখে।

তুমি কে প্রশ্নের উত্তর নেই
তবে একটাই সত্য
আমার সমস্ত সুখ-দুঃখে
তুমি আছো সঙ্গী
September 14, 2025 at 5:18 PM
বন্ধুত্বের কোন বয়স নেই। যে কোন বয়সে যে কারো সাথেই বন্ধুত্ব হতে পারে😍
July 30, 2025 at 5:53 PM
ছায়া হয়ে মিশে থাকবো ধরা দিব না,,,
নিয়মিত ভালোবাসবো কিন্তু বুঝতে দিবো না..!!😊🖤
July 28, 2025 at 6:48 PM
ভালবাসা অভ্যাসের মতো।
আটপৌরে শাড়ীর মতো।
জড়িয়ে রাখা চাদরের মতো।
ছড়িয়ে রাখা গল্পের বইয়ের মতো।
মস্তিষ্কে থাকা গানের মতো।
হাতে রাখা হাতের মতো।
চোখে হারানো স্বপ্নের মতো।
না ঘুমানো রাতের মতো।
অপেক্ষায় থাকা যুগলের মতো।

ভালবাসলে ভালবাসা ভালবাসার মতো। ❤️
July 26, 2025 at 5:47 PM
July 23, 2025 at 1:01 PM
তোমাকে মনে পড়তেই
কেমন যেন থমকে দাঁড়াই
তোমাকে ভুলতেই দেখি
অহেতুক যায় পুরো দিনই।

তোমাকে ভুলতে গেলেই
আরও আষ্টে পিষ্টে ভালবাসি
মনের ত্রিকোণ পেরিয়ে
আমি তোমায় আগলে রাখি।

দিগন্ত ছাড়িয়ে আমায় নিয়ে যাও
নিয়ে যাও আমায় সুবুজে
পথ না চিনি, তবুও চাই
তোমার হৃদয় ঘরে থাকতে।
July 21, 2025 at 10:52 PM